"কাব্য লিখো, কাব্য লিখো" মনের প্রলাপ খাসা,
কাব্যে যেমন প্রাণটা মেশে,
দেয় সে টোকা স্তবক শেষে,
চলছে চলুক কবির বেশে মনকে ভালোবাসা।

মনের বুকে খুব করে সেই তাগিদ যখন আসে,
আকাশপানে দৃষ্টি ফেলে,
মনকে বলি, "বোকা ছেলে,
কাব্য কি তোর আগের মতই ছন্দে দারুণ হাসে?"

দু'মাস আগেই কেঁদেছিলাম কাব্যশূন্য মনে,
দক্ষতারই খুব যে অভাব,
চর্চা তো নেই জড়িয়ে স্বভাব,
ষাটটি দিনেও হয়নি সাহস, ভঙ্গ দিলাম রণে।
Feather, Filler, Poetry, Poetic, Write, Still Life

মনটা তবু আশায় আছে, স্বপ্ন দেখে রোজ,
ঘড়ির কাঁটায় ভোরের সাত,
নির্ঘুমেই তো কাটল রাত,
মন বলে, "হে পাগল কবি, চোখ দু'টো আজ বোজ!"

মনকে আমি বকতে গেলেও কথাসব যায় ফিরে,
মনের উপর চলে না জোর,
বাইরে তাকাই, দারুণ ভোর,
অরুণটা এই বোধের মতই জাগছে ধীরে ধীরে।

Post a Comment

Previous Post Next Post