সফেদ সাদা বরণের পরী,
শুভ্রতা ছেয়ে থাকা সমস্ত গাত্রেই
চেয়ে থাকি অপলক,
ঘুরছেই ভূগোলক,
তবু নেই ক্লান্তি,
গেয়ে নেই গানটি;
তাতে যদি তাকে বুকে চেপে রাখা যায়,
ডেকে বলি তাকে, "ওরে ভালোবাসা আয়।"
মুগ্ধ দু'চোখে শুধু থেকে রই চেয়ে,
কপালটা যেন ফেরে সে পরীকে পেয়ে।
হাতে যেন প্রেম তার,
স্পর্শি যে বারবার,
তবু নেই ক্লান্তি,
নেই চোখে ভ্রান্তি,
তাতে যদি সে পরীটা বিরক্তও হয়,
আমার ক্ষণটা যাবে বেশ মধুময়।

শুভ্রতা ছেয়ে থাকা সমস্ত গাত্রেই
চেয়ে থাকি অপলক,
ঘুরছেই ভূগোলক,
তবু নেই ক্লান্তি,
গেয়ে নেই গানটি;
তাতে যদি তাকে বুকে চেপে রাখা যায়,
ডেকে বলি তাকে, "ওরে ভালোবাসা আয়।"
মুগ্ধ দু'চোখে শুধু থেকে রই চেয়ে,
কপালটা যেন ফেরে সে পরীকে পেয়ে।
হাতে যেন প্রেম তার,
স্পর্শি যে বারবার,
তবু নেই ক্লান্তি,
নেই চোখে ভ্রান্তি,
তাতে যদি সে পরীটা বিরক্তও হয়,
আমার ক্ষণটা যাবে বেশ মধুময়।

Post a Comment