সুপ্ত থাকা কল্পনাতেই
মুক্ত সাধের প্রকাশ, তাতেই
বাধ সাধে ওই কথার সাথেই
একনায়কী রাজা,
কাল দিনটা পেরিয়ে গেলেই
হবে আমার সাজা।
দুঃসাহসী নই ততটা
ভাবেন আমায় মা যতটা
কাগজবুকেই কালির ছটা
শুধুই কাব্য মাজা
কাল দিনটা হোক না গত
হবে আমার সাজা।
গাল পাড়িনি প্রকাশ্যে
গান গেয়েছি সহাস্যে
পড়লো চোখে, সে হাসছে
মুছল গানের মজা,
কাল দিনটা পরশু হলেই
হবে আমার সাজা।
তবুও যাচ্ছিলাম গেয়ে
হাসুক যতই সেই মেয়ে
আমায় তো নেয়নি খেয়ে
হাঁকি, "বাঁশি বাজা!!"
কাল দিনটা পেরিয়েই যাক
হবে আমার সাজা।
ঘাড়ে হঠাৎ স্পর্শ কার
মেয়ে নয়, সেই হুকুমদার
আমায় বলল, "খবরদার!
ডেকেছে তোকেই রাজা!
রাজার কাছেই করলে নালিশ
তোর যে হবেই সাজা!"
মামলা রাজার মানহানির
সাথে তার প্রিয়তমা রাণীর
শেষ বিদায়ে পান পানির
হুকুম করলো রাজা,
বললাম, "রাজা তুমি ভণ্ডই
মহান কেন গো সাজা?"
মুক্ত সাধের প্রকাশ, তাতেই
বাধ সাধে ওই কথার সাথেই
একনায়কী রাজা,
কাল দিনটা পেরিয়ে গেলেই
হবে আমার সাজা।
দুঃসাহসী নই ততটা
ভাবেন আমায় মা যতটা
কাগজবুকেই কালির ছটা
শুধুই কাব্য মাজা
কাল দিনটা হোক না গত
হবে আমার সাজা।
গাল পাড়িনি প্রকাশ্যে
গান গেয়েছি সহাস্যে
পড়লো চোখে, সে হাসছে
মুছল গানের মজা,
কাল দিনটা পরশু হলেই
হবে আমার সাজা।
তবুও যাচ্ছিলাম গেয়ে
হাসুক যতই সেই মেয়ে
আমায় তো নেয়নি খেয়ে
হাঁকি, "বাঁশি বাজা!!"
কাল দিনটা পেরিয়েই যাক
হবে আমার সাজা।
ঘাড়ে হঠাৎ স্পর্শ কার
মেয়ে নয়, সেই হুকুমদার
আমায় বলল, "খবরদার!
ডেকেছে তোকেই রাজা!
রাজার কাছেই করলে নালিশ
তোর যে হবেই সাজা!"
মামলা রাজার মানহানির
সাথে তার প্রিয়তমা রাণীর
শেষ বিদায়ে পান পানির
হুকুম করলো রাজা,
বললাম, "রাজা তুমি ভণ্ডই
মহান কেন গো সাজা?"
Post a Comment