অথচ একই ছাদের নিচে দু'টি প্রাণি
কথা নেই, আছে শুধু নিয়মরক্ষা,
গত হওয়া স্মৃতি রোমন্থন ও ক্ষণে ক্ষণে
নিশ্বাস ফেলা।
একসাথে শেষ পাশাপাশি বসা হলো কবে,
মনে নেই, তবে
পাশাপাশি একই বিছানায় ঠিকই ঘুমানো হয়।

সন্তান হয়ে আছে সেতুর মত,
তাদের স্বার্থেই সম্পর্ক টিকোনো।
অথচ পৃথক হয়ে গেছে দু'টি প্রাণ
হাজারো দিবারাত্রি আগে।
প্রয়োজন কী এরূপে বেঁচে থাকার
যদি ভালোবাসাই থাকে বহুদিনের মৃত?

Quarrel, Couple, Wife, Resentment, Marriage, Scandal

Post a Comment

Previous Post Next Post