সব করে অনুভব,
বুঝেসুঝে ঝেড়ে ক্ষোভ,
ঢেকেঢুকে মনোলোভ
জীবন আগাই,
এসো এই রাত্তিরে মনকে জাগাই।
.
রাত বাড়ে, স্বপ্নেই,
ক্লেশ আছে, ঘুম নেই,
কাব্যেরা এখানেই,
কবি কেন চুপ,
এসো এই রাত্তিরে দেখাই স্বরূপ!
.
কাজ জমে আছে পড়ে
অবসরে, ঘুমঘোরে
অলসতা জেঁকে ধরে,
বদ অভ্যাস,
এসো এই রাতে করি পদ বিন্যাস।
বুঝেসুঝে ঝেড়ে ক্ষোভ,
ঢেকেঢুকে মনোলোভ
জীবন আগাই,
এসো এই রাত্তিরে মনকে জাগাই।
.
রাত বাড়ে, স্বপ্নেই,
ক্লেশ আছে, ঘুম নেই,
কাব্যেরা এখানেই,
কবি কেন চুপ,
এসো এই রাত্তিরে দেখাই স্বরূপ!
.
কাজ জমে আছে পড়ে
অবসরে, ঘুমঘোরে
অলসতা জেঁকে ধরে,
বদ অভ্যাস,
এসো এই রাতে করি পদ বিন্যাস।
Post a Comment