শুধু একটি আশার বীজ বুনেছিলাম কঠোর পৃথিবীর বুকে,
যেন স্বস্তির বৃক্ষ বেড়ে ওঠে তা থেকে,
যেন সুখের পাতা ছড়িয়ে পড়ে তার শাখা-প্রশাখা বেয়ে,
যেন প্রিয়জনের হাতটি ধরে তার ছায়ায় দাঁড়িয়ে বলতে পারি
তাকে কতটা ভালোবাসি।

খুব বেশি কিছু তো চাইনি বীজ বুনে।
দিনশেষে তারা আমায় ভাবপ্রবণ তকমা দিল,
আমায় বলল, আমি বাস্তববাদী নই।
অথচ সুখ, স্বস্তি আর ভালোবাসা,
এসব তো অনুভূতির একেকটা অস্তিত্বশীলতাই বহন করে।
তাহলে কি যাবতীয় অনুভূতিকে তারা
অবাস্তব জ্ঞান মনে করে ফেলে দিবে
মহাকালের প্রকাণ্ড ডাস্টবিনে?

বেশ, সেই ডাস্টবিন নিয়েই তারা থাকুক,
বাস্তবতার নকশা আঁকুক।

অনুভূতিহীন বাস্তবতা,
সুখ-স্বস্তিহীন বাস্তবতা,
ভালোবাসাহীন বাস্তবতার চেয়ে,
অসীম পথের দিকে ধেয়ে নেয়া মৃত্যুই ভালো।

Post a Comment

Previous Post Next Post