এই রৌদ্রখেলায় জয় লিখে যায় সময়,
তার তীর্যকতায় ক্ষয় মুছে যায় দ্রুতই।
এই ভালোবাসার ক্ষণ জেগে যায় আজই,
তাই আশার বীজটা বুনে যাই এই আজই।

আমি আকাশটাকে উলটো করেই দেখি,
যবে পানির উপর তার ছায়াটা পড়ে,
আমি দুপুরবেলায় মুদব এ দুই আঁখি,
যেন সুখের স্মৃতিগুলোই মনে পড়ে।

তাই শুভ সকালের পালা সাঙ্গ করে,
আমি লিখব কবিতা একটা একটা করে।
তাতে মনটা ভীষণ উচ্ছ্বাসে ভরে গিয়ে,
সেটা আমায় নিবে স্বপ্নের দেশে নিয়ে।

Post a Comment

Previous Post Next Post