দু'দিক পানে তাকাই শুধু ভালোবাসার খোঁজে,
মায়া, স্নেহের অনুভবেই দু'চোখ আসে বুজে।
হাতগুলো সব হাতের মতই দু'হাত ধরে আসে,
হাতগুলো যার, সখী সে তো মিষ্টি করেই হাসে।
পিঠে চাপে আলতো করে উষ্ণ স্নেহের ছোঁয়া,
তাতেই যত উবে যে যায় বিষণ্ণতার ধোঁয়া।
চোখের মাঝে, সকাল-সাঁঝে, জমে যত পানি,
মুছে সেসব গড়ানো ধারা ভুলিয়ে দেয় সে গ্লানি।
হেঁট করে থাকা মাথার মাঝেই যত বিষাদ-ব্যথা,
অনুভবেই তা চাই না আনতে, বাড়াবো না কোনো কথা।
কথা যখন কথার কথা, কথার মায়াজাল,
কথার মাঝেই মন, মনন আর জীবনটাই বেহাল।
ধুপ করে আসা আঘাতের গান চুপ করে শুধু শুনি,
ছেলেমানুষির শেষ হবে কবে, প্রহরটাই তো গুনি।
ক্লান্ত চরণে, রক্তক্ষরণে, অনুভূতি নেই আজ,
যত আছে ওই বিষাদিত ব্যথা, বুকটায় কাটে খাঁজ।
বুঝে গিয়ে সব, করে অনুভব, হাসি তাই আনমনে,
নিজের মনই করছে ঠাট্টা, নিজেই কি কথা শোনে?
প্রিয় মানুষটা দুখ বুঝে তাই বলেছিল, 'ঘুরে আসি',
তখনই নিজের আত্মগ্লানির হলো নির্মম ফাঁসি।
বড় হয়ে শুধু জমতই মনে রাশি বিষণ্ণ-রাগ,
মনে হত যেন মনোকষ্টই আমার জন্মদাগ।
জনাকীর্ণেই থেকে থেকে তবু মনে হত বেশ একা,
রেশমী কালো চুলের বদলে ধুলোবালি হত দেখা।
"জন্মই মোর আজন্ম পাপ"- বাণীটাকে করে জবাই,
বুঝবো সেদিন, আমরাই একা, আমাদেরই মাঝে সবাই।
উজ্জ্বল হয়ে সূর্য যখন ওঠবে তীর্যকে,
হাত দু'টো তুলে ভালোবাসাতেই রাঙাবো সূর্যকে।
মায়া, স্নেহের অনুভবেই দু'চোখ আসে বুজে।
হাতগুলো সব হাতের মতই দু'হাত ধরে আসে,
হাতগুলো যার, সখী সে তো মিষ্টি করেই হাসে।
পিঠে চাপে আলতো করে উষ্ণ স্নেহের ছোঁয়া,
তাতেই যত উবে যে যায় বিষণ্ণতার ধোঁয়া।
চোখের মাঝে, সকাল-সাঁঝে, জমে যত পানি,
মুছে সেসব গড়ানো ধারা ভুলিয়ে দেয় সে গ্লানি।
হেঁট করে থাকা মাথার মাঝেই যত বিষাদ-ব্যথা,
অনুভবেই তা চাই না আনতে, বাড়াবো না কোনো কথা।
কথা যখন কথার কথা, কথার মায়াজাল,
কথার মাঝেই মন, মনন আর জীবনটাই বেহাল।
ধুপ করে আসা আঘাতের গান চুপ করে শুধু শুনি,
ছেলেমানুষির শেষ হবে কবে, প্রহরটাই তো গুনি।
ক্লান্ত চরণে, রক্তক্ষরণে, অনুভূতি নেই আজ,
যত আছে ওই বিষাদিত ব্যথা, বুকটায় কাটে খাঁজ।
বুঝে গিয়ে সব, করে অনুভব, হাসি তাই আনমনে,
নিজের মনই করছে ঠাট্টা, নিজেই কি কথা শোনে?
প্রিয় মানুষটা দুখ বুঝে তাই বলেছিল, 'ঘুরে আসি',
তখনই নিজের আত্মগ্লানির হলো নির্মম ফাঁসি।
বড় হয়ে শুধু জমতই মনে রাশি বিষণ্ণ-রাগ,
মনে হত যেন মনোকষ্টই আমার জন্মদাগ।
জনাকীর্ণেই থেকে থেকে তবু মনে হত বেশ একা,
রেশমী কালো চুলের বদলে ধুলোবালি হত দেখা।
"জন্মই মোর আজন্ম পাপ"- বাণীটাকে করে জবাই,
বুঝবো সেদিন, আমরাই একা, আমাদেরই মাঝে সবাই।
উজ্জ্বল হয়ে সূর্য যখন ওঠবে তীর্যকে,
হাত দু'টো তুলে ভালোবাসাতেই রাঙাবো সূর্যকে।
Post a Comment