মন খারাপের দিনগুলি সব
যাক পেটে যাক ব্ল্যাকহোলের,
বিষণ্ণতার কান্নাগুলো
যাক মিশে সাথে আঁখিজলের।
বিষাদিনী ওই নেত্রকোণেই
কান্নার চাপা বেদনা চেপে,
হোক সেই লাল রবির উদয়
দিন-রাত যত আছে মেপে।
মন বসে না, হাত চলে না
কাজে আর ওই ছন্দকাব্যে,
মন ভেবে যায়, "যদি হেরে যাই,
আমায় নিয়ে কেউ কি ভাববে?"
কচি মন, সাথে কাঁচা বিবেচনা
বাস্তবতা দেখিনি আজো,
সময়টা বড় কঠিনে নেমেছে
তার গাত্রেই শ্রমটুকু মাজো।
দিন বয়ে যায় সময়-স্রোতেই
নব প্রভাতের সম্ভাবনায়,
আশা-নিরাশায় দোলা
মন আজো সে ভাবনায়।
ভুলবো কষ্ট আছে বিরহ-বেদনের,
সব নেই পেটে এক জীবনের।
হতে হয় একা থাকা,
আয়নাতে মুখ দেখা,
চোখের নিচের স্তর পুরু হয়ে জমে,
আত্মারই বিশ্বাস যেন আসে কমে।
ঝেড়ে ফেলি যত আছে বিষণ্ণতা
উঠি আর লেগে পড়ি শ্রমে,
যত ছিল সমস্ত কল্পকলতা
ভুলি, কাজ করি উদ্যমে।
ডান হাত মুছে ফেলে ডানদিকের গাল,
বাম চোখ দিয়ে মাপি যত দিনকাল।
আমি নই একা,
আমার সীমারেখা
আমাতেই নেয় আশ্রয়;
কিম্ভুতকিমাকার
বিষণ্ণ-হতাশাকে
দেব নাকো আর প্রশ্রয়।
যাক পেটে যাক ব্ল্যাকহোলের,
বিষণ্ণতার কান্নাগুলো
যাক মিশে সাথে আঁখিজলের।
বিষাদিনী ওই নেত্রকোণেই
কান্নার চাপা বেদনা চেপে,
হোক সেই লাল রবির উদয়
দিন-রাত যত আছে মেপে।
মন বসে না, হাত চলে না
কাজে আর ওই ছন্দকাব্যে,
মন ভেবে যায়, "যদি হেরে যাই,
আমায় নিয়ে কেউ কি ভাববে?"
কচি মন, সাথে কাঁচা বিবেচনা
বাস্তবতা দেখিনি আজো,
সময়টা বড় কঠিনে নেমেছে
তার গাত্রেই শ্রমটুকু মাজো।
দিন বয়ে যায় সময়-স্রোতেই
নব প্রভাতের সম্ভাবনায়,
আশা-নিরাশায় দোলা
মন আজো সে ভাবনায়।
ভুলবো কষ্ট আছে বিরহ-বেদনের,
সব নেই পেটে এক জীবনের।
হতে হয় একা থাকা,
আয়নাতে মুখ দেখা,
চোখের নিচের স্তর পুরু হয়ে জমে,
আত্মারই বিশ্বাস যেন আসে কমে।
ঝেড়ে ফেলি যত আছে বিষণ্ণতা
উঠি আর লেগে পড়ি শ্রমে,
যত ছিল সমস্ত কল্পকলতা
ভুলি, কাজ করি উদ্যমে।
ডান হাত মুছে ফেলে ডানদিকের গাল,
বাম চোখ দিয়ে মাপি যত দিনকাল।
আমি নই একা,
আমার সীমারেখা
আমাতেই নেয় আশ্রয়;
কিম্ভুতকিমাকার
বিষণ্ণ-হতাশাকে
দেব নাকো আর প্রশ্রয়।
Post a Comment