আকাশ পানে চাই না তো আর, মনের বিষাদ ভুলতে,
চাই না যেতে, কল্পনাতে, বিষাদ-পোশাক খুলতে।
চাই না বন্ধ হয়ে থাকা স্মৃতির দ্বারটা খুলতে,
আজ আমি ওই ছন্দতালে ঘুরবো দুলতে দুলতে।
হাপিত্যেশে মনপ্রাণ দু'টি যায় যদি খুব বিষিয়ে,
রইবো পড়ে বালিশের মাঝে, মাথা দিয়ে পিষিয়ে।
কান্না দিয়ে, অশ্রু দিয়ে, কষ্টটা পুষিয়ে,
শান্ত করবো মনকে, নিজেকে বুঝিয়েসুঝিয়ে।
একটা কাগজে একটা কলম ঘষে ঘষে যাই লিখে,
শত শব্দের বাক্য সাজাই, চেয়ে রই অনিমিখে।
আমার বাক্য স্মৃতির ছবি হয়ে ভেসে ওঠে চোখে,
তার পিছে যত আছে অনুভূতি, অন্য কেউ কি দেখে?
কাল মেপে, ওই ক্ষণ মেপে, আমি পথ চলে বহুদূরে,
পথের কাঁটা করে উপেক্ষা, পৌঁছে সমুদ্দুরে।
মন পড়ে থাক অতীতগাঁথায়, অতীত গ্লানি খুঁড়ে,
কল্পনাপটে গান লিখে তা গাইব নতুন সুরে।
একটি গভীর বাক্যে যদি লুকোই সত্য কথা,
একটি অধীর নদীর স্রোত, যাকে সবে বলে খরস্রোতা।
স্রোতের মতই গতি যদি পায় কথাময় যত ব্যথা,
শব্দে শব্দে গড়ে তোলা হোক বিষাদেরই ইতিকথা।
একটা বিষয় জানি, বিষাদ রাখতে হয় যে চেপে,
বিষাদ প্রকাশ করতে হলে বাক্যটা ছাড়ি মেপে।
বিষাদের যত ভার ধুয়ে ফেলে না ওঠেই তত ক্ষেপে,
স্বাভাবিকতার চাদর মুড়িয়ে, সম্বিতে ওঠি কেঁপে।
আকাশে হঠাৎ গেল চোখ পড়ে, চাঁদটা তো বেশ খাসা,
চাঁদেরই পাহাড়ে আজ নেব গড়ে কল্পনাময় বাসা।
চাঁদের কিরণে, উজ্জ্বল হয়, যত প্রেমিকেরই নেশা,
আজ চারপাশে ছড়িয়ে পড়ুক প্রেম আর ভালোবাসা।
চাই না যেতে, কল্পনাতে, বিষাদ-পোশাক খুলতে।
চাই না বন্ধ হয়ে থাকা স্মৃতির দ্বারটা খুলতে,
আজ আমি ওই ছন্দতালে ঘুরবো দুলতে দুলতে।
হাপিত্যেশে মনপ্রাণ দু'টি যায় যদি খুব বিষিয়ে,
রইবো পড়ে বালিশের মাঝে, মাথা দিয়ে পিষিয়ে।
কান্না দিয়ে, অশ্রু দিয়ে, কষ্টটা পুষিয়ে,
শান্ত করবো মনকে, নিজেকে বুঝিয়েসুঝিয়ে।
একটা কাগজে একটা কলম ঘষে ঘষে যাই লিখে,
শত শব্দের বাক্য সাজাই, চেয়ে রই অনিমিখে।
আমার বাক্য স্মৃতির ছবি হয়ে ভেসে ওঠে চোখে,
তার পিছে যত আছে অনুভূতি, অন্য কেউ কি দেখে?
কাল মেপে, ওই ক্ষণ মেপে, আমি পথ চলে বহুদূরে,
পথের কাঁটা করে উপেক্ষা, পৌঁছে সমুদ্দুরে।
মন পড়ে থাক অতীতগাঁথায়, অতীত গ্লানি খুঁড়ে,
কল্পনাপটে গান লিখে তা গাইব নতুন সুরে।
একটি গভীর বাক্যে যদি লুকোই সত্য কথা,
একটি অধীর নদীর স্রোত, যাকে সবে বলে খরস্রোতা।
স্রোতের মতই গতি যদি পায় কথাময় যত ব্যথা,
শব্দে শব্দে গড়ে তোলা হোক বিষাদেরই ইতিকথা।
একটা বিষয় জানি, বিষাদ রাখতে হয় যে চেপে,
বিষাদ প্রকাশ করতে হলে বাক্যটা ছাড়ি মেপে।
বিষাদের যত ভার ধুয়ে ফেলে না ওঠেই তত ক্ষেপে,
স্বাভাবিকতার চাদর মুড়িয়ে, সম্বিতে ওঠি কেঁপে।
আকাশে হঠাৎ গেল চোখ পড়ে, চাঁদটা তো বেশ খাসা,
চাঁদেরই পাহাড়ে আজ নেব গড়ে কল্পনাময় বাসা।
চাঁদের কিরণে, উজ্জ্বল হয়, যত প্রেমিকেরই নেশা,
আজ চারপাশে ছড়িয়ে পড়ুক প্রেম আর ভালোবাসা।
Post a Comment