যদি তুমি কাল মাপো,
দিন মাপো, ক্ষণ মাপো,
আমার নামটা শুধু
ঠিকঠাক মনে রেখো।

সেই সব প্রভাত
ও রজনীর গল্প,
আছে তোমার স্মরণেতে,
সবকিছু অল্প।

অশ্রুর ফোঁয়ারা
হরদম বারিধারা,
মনপবনেরই নায়ে
ভাসিয়ে জলে;
আমার কান্নাগুলো
হীরক-পান্নাগুলো,
আমায় সান্ত্বনা দেয়
তোমারই স্থলে।

মুখ থেকে ঝরে ক্ষোভ
চোখ, সে তো নির্লোভ,
তবুও কেন দুখে
জর্জর হবো;
দিন শেষে বীণ ধরে
কর্মের অবসরে,
দোলনায় দুল দুলে
শান্ত রবো।

রাত শেষে দিন আসে
সূর্যটা হাসে,
আমি কাঁদি, তুমি হাসো
খুব পরিহাসে।

জেনে রেখো প্রিয়তম
জেনে তুমি রাখো,
আমি আছি বেশ সুখে,
তুমিও তা থাকো।

হাত এসে ধরে যাবে
কোনো রাজকুমার,
পূরণ সে করে দিবে
অভাবটা তোমার।

তাই আশ বেঁধে মনোমাঝে
আমি যাই হেঁটে
তোমায় বিদেয় দিলাম
মাথা থেকে ঝেঁটে।

Post a Comment

Previous Post Next Post