খরগোশ ছানাটা
ছুটে যায় ঘরে,
লাফ দিয়ে ওঠে কোলে
ক্ষণে অবসরে।
সফেদ কোমল পিঠে
হাতটা বুলিয়ে,
লাল চোখ দু'টো তার
যায় যে মিলিয়ে।
বড় বড় খাড়া কান
টেনে টেনে ধরি,
পুলকে চোখ সে মুদে
স্নেহে চেপে ধরি।
ঘাস-পাতা, ফুলকপি
খায় ছোট মুখে,
গাজরটা দিলে পরে
দুলে ওঠে সুখে।
কোলে নিয়ে ছুটি আমি
ছোট তনু নিয়ে,
আমার খরগোশটাকে
নিও না ছিনিয়ে।
আমি তাকে ভালোবাসি
আমি তার মিতা,
তাকে নিয়ে লিখি যত
ছড়া-কবিতা।
ছুটে যায় ঘরে,
লাফ দিয়ে ওঠে কোলে
ক্ষণে অবসরে।
সফেদ কোমল পিঠে
হাতটা বুলিয়ে,
লাল চোখ দু'টো তার
যায় যে মিলিয়ে।
বড় বড় খাড়া কান
টেনে টেনে ধরি,
পুলকে চোখ সে মুদে
স্নেহে চেপে ধরি।
ঘাস-পাতা, ফুলকপি
খায় ছোট মুখে,
গাজরটা দিলে পরে
দুলে ওঠে সুখে।
কোলে নিয়ে ছুটি আমি
ছোট তনু নিয়ে,
আমার খরগোশটাকে
নিও না ছিনিয়ে।
আমি তাকে ভালোবাসি
আমি তার মিতা,
তাকে নিয়ে লিখি যত
ছড়া-কবিতা।
Post a Comment