পাথরসম চাপা বোধটুকু ঘিরে ধরে প্রতি প্রাতে,
কল্পনাময় জল্পনা সে তো জমে যায় প্রতি রাতে।
ধীর মেজাজটা উত্তাপে ভরে, গড়িয়ে অশ্রুধারা,
আমাকে চাপিয়ে, ভাবিয়ে, কাঁদিয়ে, কী যে সুখ পায় তারা?
ভাবতে, বলতে, লিখতে গেলেই বাধা পাই প্রতি পদে,
কাঁদতে, শিখতে, রুখতে গেলেই পড়ি যেন ধার খাদে।
যত পাই ক্লেশ, না পাই তত স্নেহমাখা সান্ত্বনা,
এটাই জীবন গাড়ির শুরু, এটাই তো অন্ত না।
কল্পনাময় জল্পনা সে তো জমে যায় প্রতি রাতে।
ধীর মেজাজটা উত্তাপে ভরে, গড়িয়ে অশ্রুধারা,
আমাকে চাপিয়ে, ভাবিয়ে, কাঁদিয়ে, কী যে সুখ পায় তারা?
ভাবতে, বলতে, লিখতে গেলেই বাধা পাই প্রতি পদে,
কাঁদতে, শিখতে, রুখতে গেলেই পড়ি যেন ধার খাদে।
যত পাই ক্লেশ, না পাই তত স্নেহমাখা সান্ত্বনা,
এটাই জীবন গাড়ির শুরু, এটাই তো অন্ত না।
Post a Comment