হৃদয়ের সুহৃদ অংশটি সবার জন্যে উন্মুক্ত।
সবার জন্যেই।
কষ্টগুলো আমার জন্যে।
হাসিগুলো তাদের জন্যে।
বিশ্রাম যেমন নির্দিষ্ট
ক্লান্তি-অবসাদের জন্যে।
তেমনিভাবে আমার হাসি,
বিস্তৃতি পায় সবার জন্যে।

চশমাটুকু পরে আমি বাস্তবতা দেখি,
অনেক কিছুই শিখি,
অনেক কিছুই লিখি।
দিনলিপির পাতায় পাতায় অশ্রু গুঁজে রেখে,
চেয়ে অনিমিখে,
বিষণ্ণতা রুখি।
কান্না তবু আসতে গিয়েও আসে না পথ ধরে,
কান্না তো নয় সেই সহজাত, কাঁদবো কি শখ করে!
হাসির মাঝেই কেঁদে ফেলি,
প্রতি মুচকি হাসিতে,
আমার যত বিষণ্ণ-রাগ
ঝুলিয়ে দিয়ে ফাঁসিতে।

তবু হাসি, পড়ি, লিখি, শিখি
ঝাঁকাই ধরে মিলিয়ে হাত,
রাতটুকু ভাই গেল পেরিয়ে
বাইরে এখন রাঙা প্রভাত।

Post a Comment

Previous Post Next Post