একটি নতুন সূর্যোদয়।
একটি নতুন সকাল।
একটি নতুন দিন।
একটি নতুন আশায় মোড়ানো স্বপ্ন।
একটি নতুন সতেজতা।
একটি নতুন অভিজ্ঞতা।
একটি নতুন আঘাত।
একটি নতুন বেদনা।
একটি নতুন অশ্রু।
একটি পুরনো মুখের নতুন চেনা।
একটি পুরনো সত্তার নতুন জেগে ওঠা।
একটি পুরনো স্বস্তিকর জীবনে নতুনভাবে প্রবেশ।
একটি পুরনো 'আমি'র নতুন জন্ম।
একটি নতুন সময়ের জন্যে দু'আর প্রচলিত আর্জি।
একটি নতুন দু'আয় ঢুলুঢুলু চোখে ও মেজাজে 'আমীন' বলে যাওয়া।
একটি নতুনত্ববর্জিত অতীতের কবর খোঁড়া।
একটি নতুন সকাল।
একটি নতুন দিন।
একটি নতুন আশায় মোড়ানো স্বপ্ন।
একটি নতুন সতেজতা।
একটি নতুন অভিজ্ঞতা।
একটি নতুন আঘাত।
একটি নতুন বেদনা।
একটি নতুন অশ্রু।
একটি পুরনো মুখের নতুন চেনা।
একটি পুরনো সত্তার নতুন জেগে ওঠা।
একটি পুরনো স্বস্তিকর জীবনে নতুনভাবে প্রবেশ।
একটি পুরনো 'আমি'র নতুন জন্ম।
একটি নতুন সময়ের জন্যে দু'আর প্রচলিত আর্জি।
একটি নতুন দু'আয় ঢুলুঢুলু চোখে ও মেজাজে 'আমীন' বলে যাওয়া।
একটি নতুনত্ববর্জিত অতীতের কবর খোঁড়া।
Post a Comment