কলম মুখে নিয়ে
ইনিয়েবিনিয়ে,
ভাবি
প্লটটুকু
পথটুকু
পাড়ি দিব কবে?
মলম মেখে নিয়ে
মনকে ছিনিয়ে,
হাসি
গোধূলীর
লাল বুলির
মানেটা বেরোবে।
কাগজের পাশে শুয়ে
আছে কলমটা,
শুয়েবসে কেটে যাক
ঘণ্টা-দু'ঘণ্টা।
ঘণ্টা-মিনিট আর সেকেন্ড নিয়ে মেপে
স্থিরতা ভুলে আমি ওঠে পড়ি ক্ষেপে।
প্লট খুঁজি
মুখ বুজি
কাগজেতে
হিজিবিজি,
আঁকিবুকি আঁচড়ের পড়ে শত দাগ,
হাত বেয়ে মাথামাঝে চড়ে ওঠে রাগ।
শেষ করে কাটাকাটি,
শুরু হয় হাঁটাহাঁটি,
প্লটটা তো বেশ খাঁটি
তবু প্ল্যান কেন মাটি?
হাতের তুড়িতে চাই
রেডিমেড গল্প,
কেন যেন মনে হয়
সময়টা অল্প।
নিজেকে প্রবোধ দিই,
"বিখ্যাত কেউ নই,
লেখার দিকে কেউ
থাকছে না চেয়ে;
সত্য লিখলে তাতে
প্রিয়জন ওঠে তেঁতে
একরাশ অভিশাপে
নেয় যেন খেয়ে।"
রাতের আঁধারের প্রতি গাঢ় অনুভব
বোধ করে যাই আমি, সঙ্গী দুর্লভ।
লেখাটা সহজ নয়,
তবু লিখেই যেন জয়।
একরাশ শূন্যতা ঘিরে ধরে বুকে
সেসবই তো ফেরি করি ব্লগে, ফেসবুকে।
ইনিয়েবিনিয়ে,
ভাবি
প্লটটুকু
পথটুকু
পাড়ি দিব কবে?
মলম মেখে নিয়ে
মনকে ছিনিয়ে,
হাসি
গোধূলীর
লাল বুলির
মানেটা বেরোবে।
কাগজের পাশে শুয়ে
আছে কলমটা,
শুয়েবসে কেটে যাক
ঘণ্টা-দু'ঘণ্টা।
ঘণ্টা-মিনিট আর সেকেন্ড নিয়ে মেপে
স্থিরতা ভুলে আমি ওঠে পড়ি ক্ষেপে।
প্লট খুঁজি
মুখ বুজি
কাগজেতে
হিজিবিজি,
আঁকিবুকি আঁচড়ের পড়ে শত দাগ,
হাত বেয়ে মাথামাঝে চড়ে ওঠে রাগ।
শেষ করে কাটাকাটি,
শুরু হয় হাঁটাহাঁটি,
প্লটটা তো বেশ খাঁটি
তবু প্ল্যান কেন মাটি?
হাতের তুড়িতে চাই
রেডিমেড গল্প,
কেন যেন মনে হয়
সময়টা অল্প।
নিজেকে প্রবোধ দিই,
"বিখ্যাত কেউ নই,
লেখার দিকে কেউ
থাকছে না চেয়ে;
সত্য লিখলে তাতে
প্রিয়জন ওঠে তেঁতে
একরাশ অভিশাপে
নেয় যেন খেয়ে।"
রাতের আঁধারের প্রতি গাঢ় অনুভব
বোধ করে যাই আমি, সঙ্গী দুর্লভ।
লেখাটা সহজ নয়,
তবু লিখেই যেন জয়।
একরাশ শূন্যতা ঘিরে ধরে বুকে
সেসবই তো ফেরি করি ব্লগে, ফেসবুকে।
Post a Comment