বোধকরি আকাশ-কুসুম ভাবনায়
দিনগুলো রাতগুলো কেটে শুধু যায়,
কালোমুখে হাঁটি পথ, ভাবনা মগজে
বয়ে নিয়ে মন শুধু পথ ফিরে খুঁজে।
ম্লানমুখে খুশির জোয়ার আনবে কে?
হাত-পা ছড়িয়ে শুয়ে থাকি বিছানায়,
গ্লানি শুধু জমে যায় এই খালি বুকে
চোখে জমে জল কারো তিতে ছলনায়।
একা একা পথ চলা, একা কথা বলা
হাজার ভীড়ের মাঝে মিশে গিয়ে কভু,
গ্লানিটুকু ভুলে গিয়ে তবু মাথা তোলা
আমার পাশেই রয়েছেন প্রিয় প্রভু।
আমার কান্না আর গ্লানিমাখা চেতনা,
আমার অশ্রু আর যত পরিকল্পনা
আমি শুধু মাপবো তা কোনো রাঙা ভোরে,
ভালোবাসা, স্নেহগুলো চেপে বাহুডোরে।
দিনগুলো রাতগুলো কেটে শুধু যায়,
কালোমুখে হাঁটি পথ, ভাবনা মগজে
বয়ে নিয়ে মন শুধু পথ ফিরে খুঁজে।
ম্লানমুখে খুশির জোয়ার আনবে কে?
হাত-পা ছড়িয়ে শুয়ে থাকি বিছানায়,
গ্লানি শুধু জমে যায় এই খালি বুকে
চোখে জমে জল কারো তিতে ছলনায়।
একা একা পথ চলা, একা কথা বলা
হাজার ভীড়ের মাঝে মিশে গিয়ে কভু,
গ্লানিটুকু ভুলে গিয়ে তবু মাথা তোলা
আমার পাশেই রয়েছেন প্রিয় প্রভু।
আমার কান্না আর গ্লানিমাখা চেতনা,
আমার অশ্রু আর যত পরিকল্পনা
আমি শুধু মাপবো তা কোনো রাঙা ভোরে,
ভালোবাসা, স্নেহগুলো চেপে বাহুডোরে।
Post a Comment