বারিধারায়, স্মৃতির পাড়ায় হয়ে আসলাম ঘুরে
যত ভুল, যত কথা, মিশে ছিল রোদ্দুরে
আজ-কাল ও পরশুর যত আছে দিনলিপি
মেপে মেপে লিখে যাই, জেবে কষ্টটা পুরে।

মনের এ জগতটাই হয়ে আসে ফিকে
মনের লোভের জিভ, সে তো বেশ লিকলিকে,
মনটা ব্যাকুল হয়ে পড়ে হায় যখনতখন
মনের সন্ধানেই তার ছোটাছুটি চারদিকে।

পটভূমি, স্মৃতিগুলো করে দিল ভাগ
কতশত স্মৃতি আর কত অনুরাগ
কালশিটে দাগ পড়া যত অনুভব
মিশে ছেয়ে গড়ে নিবে লাল-সবুজ বাগ।

একদৃষ্টে, এবং একনিবিষ্টে,
কথা শুধু বলে যাব ধীরে, স্পষ্টে
কথা যখন কথার কথা, কথার মায়াজাল
কথার মাঝেই কাঁদবো সুখে, হাসবো কষ্টে।

আমার মাঝের 'আমি'র দেখা পাই শুধু ভাবনায়
আমার মাঝের 'আমি' শুধু ভেসে যায় কান্নায়
আমার মাঝের 'আমি'র প্রেমে পড়বো কোন প্রভাতে?
আমার মাঝের 'আমি'র হাসির দেখা যে কবে পাই?

বারিধারার ঠিকানা আকাশে জমেছে মেঘ কালো
ছায়া-মোহমায়ার ঘুঁটে মেঘটা তো জমকালো,
সূয্যিটাকে পারবো কবে লুট করে আনতে?
আসবে কবে রাঙায় ভরা ভোরটুকু, নিয়ে আলো?

কর্মময় ও ধর্মময় যত দিন যায় আর আসে
কর্মগুলো জমে থাকে, আর ধর্মটা বসে পাশে
কর্মের দিকে ঝুঁকে পড়ে যাই ধর্মকে পাশ কেটে,
স্মৃতির জাবর কাটাটুকু দেখে অন্তর্যামী হাসে।

বারির ফোঁটা, বাড়ির খোঁটা, একসাথে আসে নেমে,
চোখ দু'টো বেশ শক্তে চাপালে বিষাদটা আসে থেমে,
মিনিটখানেক স্থির হয়ে থাকি টিকটিকিটার মতই,
মেঘ সরে যায়, পূর্ণতা আসে জীবনেরই রাঙা ফ্রেমে।

Post a Comment

Previous Post Next Post