পথ যবে
চলবে, তবে
দিকটা রেখো ঠিক;
পথের দু'ধারেরই কাঁটা
করে যাবে লিকলিক।
পথের দেখা
প্রচুর শেখা
হবে, জেনো প্রিয়
বলবে, "তুমিই অসম সাহসী
জেনো, তুমিই ক্ষত্রিয়!"
পথটা যখন
ফাটবে, তখন
কাঁদবে তুমি
প্রচুর।
কান্না তো কোনো নয় সমাধান,
করে যায় ভাঙচুর।
ভেঙেচুরে এনে
দু'দিনের জেরে
দুর্দিন টেনে
তোমায় না মেনে,
ফেলে দিবে ওই হতাশার কালো
অন্ধ মায়াজালে,
তুমি হেরে যাবে সেই কালে।
তুমি আগ্রাসী
সর্বগ্রাসী,
তুমি খেয়ে নাও
যত বিষণ্ণতার অনল;
আমি প্রত্যাশী,
এক আশায় আছি,
সেই বিস্ফোরণের,
লোকে যাকে বলে দাবানল।
হেরে যেও না প্রিয়
তুমি ক্ষত্রিয়,
বাজিয়ে তোমার দামামা,
তুমি করো নিরস্ত্ররে ক্ষমা।
আর অস্ত্রধারী
শত্রুর দিকে
ওঠিয়ে তোমার তরবারী,
তুমি এগিয়ে যাও
রাগ-ক্ষোভ মেখে,
এই ক্ষোভ খুব দরকারী।
শোনো, তুমি জিতো
বা সে জিতুক,
তাতে কিছুই যায় না আসে;
তোমারই বাহুবলেই তো
বিজয়ের দীপ হাসে।
জিতে গেলে তুমি
হে প্রিয় বীর,
তোমারই জয়ে
উঁচু এই শির।
নবজাতক এ ভোরকে তুমি
নাও ওঠিয়ে কোলে,
লিখো, বলো, ক্ষোভে ফেটে পড়ো
যেন সবার মাথাটা খোলে।
চলবে, তবে
দিকটা রেখো ঠিক;
পথের দু'ধারেরই কাঁটা
করে যাবে লিকলিক।
পথের দেখা
প্রচুর শেখা
হবে, জেনো প্রিয়
বলবে, "তুমিই অসম সাহসী
জেনো, তুমিই ক্ষত্রিয়!"
পথটা যখন
ফাটবে, তখন
কাঁদবে তুমি
প্রচুর।
কান্না তো কোনো নয় সমাধান,
করে যায় ভাঙচুর।
ভেঙেচুরে এনে
দু'দিনের জেরে
দুর্দিন টেনে
তোমায় না মেনে,
ফেলে দিবে ওই হতাশার কালো
অন্ধ মায়াজালে,
তুমি হেরে যাবে সেই কালে।
তুমি আগ্রাসী
সর্বগ্রাসী,
তুমি খেয়ে নাও
যত বিষণ্ণতার অনল;
আমি প্রত্যাশী,
এক আশায় আছি,
সেই বিস্ফোরণের,
লোকে যাকে বলে দাবানল।
হেরে যেও না প্রিয়
তুমি ক্ষত্রিয়,
বাজিয়ে তোমার দামামা,
তুমি করো নিরস্ত্ররে ক্ষমা।
আর অস্ত্রধারী
শত্রুর দিকে
ওঠিয়ে তোমার তরবারী,
তুমি এগিয়ে যাও
রাগ-ক্ষোভ মেখে,
এই ক্ষোভ খুব দরকারী।
শোনো, তুমি জিতো
বা সে জিতুক,
তাতে কিছুই যায় না আসে;
তোমারই বাহুবলেই তো
বিজয়ের দীপ হাসে।
জিতে গেলে তুমি
হে প্রিয় বীর,
তোমারই জয়ে
উঁচু এই শির।
নবজাতক এ ভোরকে তুমি
নাও ওঠিয়ে কোলে,
লিখো, বলো, ক্ষোভে ফেটে পড়ো
যেন সবার মাথাটা খোলে।
Post a Comment