রাতের ঘনিয়ে আসা, ধীর ধীর পায়ে,
তারাগুলো জ্বল জ্বল করে যায় শুধু,
বিড়াল হাঁটে তার কোমল চারপায়ে,
আমি শুধু চেয়ে থাকি রাতে, পেয়ে মধু,
রাতের আঁধার যেন আসে ধীরে ধেয়ে,
নিজেকে আড়ালে নেয়, যেন নববধূ।
লাটিমের মত বন-বন ঘোরে ধরা,
ডানদিক থেকে বাঁদিকের অভিপ্রায়ে,
ঘুরে যাক জীবনের গ্লানি-দুখ-জরা,
প্রতিরোধে নামি আমি শক্তিময় গায়ে,
দু'দিকের যত ডান-বামের পক্ষরা,
ভুল শুধু ধরে যায় যেন পায়ে পায়ে।
দু'হাত দু'দিকে ছড়ানোর অভিলাষে,
বিষণ্ণবদনে গাই বিরহের গীত,
অনুভূতির প্রকাশ, গল্প-উপন্যাসে,
কলমের অগ্রে গতি, না মেনেই শীত
চাদর ফেলে দিয়ে লিখবো অবশেষে।
রাত নামে, ভোর আসে, নিয়মানুসারে,
দিন কেটে যায়, কত অপব্যবহারে,
পায়ের তলায় কত জখম, চিহ্নিত
হয়ে স্পষ্ট হয়, এ স্বভাব দুর্বিনীত,
তাই বিনয়ের সম্মুখে নেতিয়ে পড়ে,
আমি সরল হই, ভুলে ভাব কুণ্ঠিত।
দৃপ্ত চরণে, স্মৃতিচারণে তাই ডুবি,
নিজেকেই ভাবি নেশাতুর এক কবি,
পঞ্জিকা টেনে পরিবর্তনের আশায়,
সংগ্রাম করে যাব জটিল নেশায়,
রুধিত বাস্তবতার এক জলছবি,
সেখানে উঁচিয়ে তুলবোই রাঙা রবি।
তারাগুলো জ্বল জ্বল করে যায় শুধু,
বিড়াল হাঁটে তার কোমল চারপায়ে,
আমি শুধু চেয়ে থাকি রাতে, পেয়ে মধু,
রাতের আঁধার যেন আসে ধীরে ধেয়ে,
নিজেকে আড়ালে নেয়, যেন নববধূ।
লাটিমের মত বন-বন ঘোরে ধরা,
ডানদিক থেকে বাঁদিকের অভিপ্রায়ে,
ঘুরে যাক জীবনের গ্লানি-দুখ-জরা,
প্রতিরোধে নামি আমি শক্তিময় গায়ে,
দু'দিকের যত ডান-বামের পক্ষরা,
ভুল শুধু ধরে যায় যেন পায়ে পায়ে।
দু'হাত দু'দিকে ছড়ানোর অভিলাষে,
বিষণ্ণবদনে গাই বিরহের গীত,
অনুভূতির প্রকাশ, গল্প-উপন্যাসে,
কলমের অগ্রে গতি, না মেনেই শীত
চাদর ফেলে দিয়ে লিখবো অবশেষে।
রাত নামে, ভোর আসে, নিয়মানুসারে,
দিন কেটে যায়, কত অপব্যবহারে,
পায়ের তলায় কত জখম, চিহ্নিত
হয়ে স্পষ্ট হয়, এ স্বভাব দুর্বিনীত,
তাই বিনয়ের সম্মুখে নেতিয়ে পড়ে,
আমি সরল হই, ভুলে ভাব কুণ্ঠিত।
দৃপ্ত চরণে, স্মৃতিচারণে তাই ডুবি,
নিজেকেই ভাবি নেশাতুর এক কবি,
পঞ্জিকা টেনে পরিবর্তনের আশায়,
সংগ্রাম করে যাব জটিল নেশায়,
রুধিত বাস্তবতার এক জলছবি,
সেখানে উঁচিয়ে তুলবোই রাঙা রবি।
Post a Comment