অস্তমানের বদনখানা ম্লান ছিল ভোরে,
তপ্ত তীর্যকতা তার গর্ভে ঘিরলো ধরে।
ধীরে ধীরে,
সাগরতীরে,
জেলেদের ভীড়ে;
নৌকাগুলো ঘিঞ্জি জমায়
আমি ফিরি নীড়ে।

Post a Comment

Previous Post Next Post