এবং মুক্ত বায়ুর
মুক্ত রূপ,
পরিস্থিতিটাই বিরূপ।
পারিপার্শ্বিক কাঠামো যত
পাচ্ছে গতি, চারিদিকের
হাসি-কান্না, খুশির মত
আবেগ সবই ক্ষণিকের।
খামচে ধরি নিষ্ঠুরতা,
পেতে সজীব নির্মলতা।
আমার ঘামে
নগদ দামে,
পাই কি না পাই,
ন্যায্য বেতন;
কাজ করে,
সাজঘরে,
আমি খেটে যাই,
কাজ আপন।
হাঁটছি জোরে
পথটি ধরে,
পায়ের 'পরে,
সজোরে,
কেমন করে,
লাগল আঘাত,
মচকে যাওয়ার,
হলো ধারাপাত,
সংঘাত,
আর প্রতিঘাত,
আর বিষণ্ণতার
জলপ্রপাত,
স্নান করার
ভান করে
শুনে যাই,
মনোচাবুকের
সপাৎ সপাৎ।
আকাশ পানে তাকানোর আগে,
মনোমাঝে এক সাধ খুব জাগে,
কেমন লাগে
নির্লোভ রাগে?
হিসাব মিলিয়ে
যোগ-গুণ-ভাগে।
উত্তর দেখি শেষ পাতায়,
ওই উত্তরী হাওয়া গায়ে মেখে,
ভেসে থাকা কুয়াশারই ধোঁয়া
ম্লান হয়ে পড়ে আমায় দেখে।
আমি প্রথম মাসের,
সবুজ ঘাসের,
সজীব আশের,
বসন্ত কাঁশের;
সফেদ পাঁপড়ি উড়িয়ে দিব,
ঘৃণা কেড়ে নিয়ে ভালোবাসা নিব।
আরো নিব শত আদরমাখা
শুভকামনা অপরূপ,
সাথী হোক,
মুক্ত বায়ুর,
মুক্তোসম,
সৌন্দর্যরূপ;
তবে সকলের ন্যায়,
পরিস্থিতিও,
আবহের মতই বিরূপ।
মুক্ত রূপ,
পরিস্থিতিটাই বিরূপ।
পারিপার্শ্বিক কাঠামো যত
পাচ্ছে গতি, চারিদিকের
হাসি-কান্না, খুশির মত
আবেগ সবই ক্ষণিকের।
খামচে ধরি নিষ্ঠুরতা,
পেতে সজীব নির্মলতা।
আমার ঘামে
নগদ দামে,
পাই কি না পাই,
ন্যায্য বেতন;
কাজ করে,
সাজঘরে,
আমি খেটে যাই,
কাজ আপন।
হাঁটছি জোরে
পথটি ধরে,
পায়ের 'পরে,
সজোরে,
কেমন করে,
লাগল আঘাত,
মচকে যাওয়ার,
হলো ধারাপাত,
সংঘাত,
আর প্রতিঘাত,
আর বিষণ্ণতার
জলপ্রপাত,
স্নান করার
ভান করে
শুনে যাই,
মনোচাবুকের
সপাৎ সপাৎ।
আকাশ পানে তাকানোর আগে,
মনোমাঝে এক সাধ খুব জাগে,
কেমন লাগে
নির্লোভ রাগে?
হিসাব মিলিয়ে
যোগ-গুণ-ভাগে।
উত্তর দেখি শেষ পাতায়,
ওই উত্তরী হাওয়া গায়ে মেখে,
ভেসে থাকা কুয়াশারই ধোঁয়া
ম্লান হয়ে পড়ে আমায় দেখে।
আমি প্রথম মাসের,
সবুজ ঘাসের,
সজীব আশের,
বসন্ত কাঁশের;
সফেদ পাঁপড়ি উড়িয়ে দিব,
ঘৃণা কেড়ে নিয়ে ভালোবাসা নিব।
আরো নিব শত আদরমাখা
শুভকামনা অপরূপ,
সাথী হোক,
মুক্ত বায়ুর,
মুক্তোসম,
সৌন্দর্যরূপ;
তবে সকলের ন্যায়,
পরিস্থিতিও,
আবহের মতই বিরূপ।
Post a Comment