বাংলা ভাষা আমার ভাষা
একেই ঘিরেই ভালোবাসা,
এ ভাষাতেই দেখি স্বপন
এ ভাষাতেই বাঁধি আশা।
এ ভাষারই বন্দনা গাই
বছরেরই দ্বিতীয় মাসে,
ফুলগুলো সব সাজিয়ে আসি
আত্মপ্রসাদি অভিলাষে।
ভাষার স্বরূপ খুঁজি ফিরি
হয়ত খুঁজতে লাগে দেরী,
ভাষার প্রকার জানতে গিয়ে
ভাষার স্রোতেই ভাসাই তরী।
তাকাই শুধু চারটি পাশে
কতই আবহ ঘিরে আসে,
সে আবহের বিবর্ণতায়
মুখটা বাজে ভাষায় ভাসে।
প্রতিবাদী মন খুঁজে তখন
যথোপযুক্ত স্পষ্ট ভাষা,
স্পষ্ট ভাষাও তপ্ত হয়ে
জারি রাখে তার যাওয়া-আসা।
স্তব্ধতাটুকু ঘিরে ধরে সেই
স্পষ্ট ভাষার উচ্চারণে,
মাথার পেছনে অস্ত্রের ডাঁট
আসলো না জানি কোন কারণে।
চুপ করে থাকি, মুখ চেপে রাখি
আমি যে বড় প্রাণভয়ে ভীত,
'ভাষাটা আমার, প্রতিবাদ নয়'
জেনে হলাম আমি বড় স্তম্ভিত।
ভাষার মাসে সকলেই গায়
'বাংলাকে ভালোবাসি নিশ্চয়'
বাংলাটা শুধু রাষ্ট্রভাষাই
এর বেশি তো আর কিছু নয়।
একেই ঘিরেই ভালোবাসা,
এ ভাষাতেই দেখি স্বপন
এ ভাষাতেই বাঁধি আশা।
এ ভাষারই বন্দনা গাই
বছরেরই দ্বিতীয় মাসে,
ফুলগুলো সব সাজিয়ে আসি
আত্মপ্রসাদি অভিলাষে।
ভাষার স্বরূপ খুঁজি ফিরি
হয়ত খুঁজতে লাগে দেরী,
ভাষার প্রকার জানতে গিয়ে
ভাষার স্রোতেই ভাসাই তরী।
তাকাই শুধু চারটি পাশে
কতই আবহ ঘিরে আসে,
সে আবহের বিবর্ণতায়
মুখটা বাজে ভাষায় ভাসে।
প্রতিবাদী মন খুঁজে তখন
যথোপযুক্ত স্পষ্ট ভাষা,
স্পষ্ট ভাষাও তপ্ত হয়ে
জারি রাখে তার যাওয়া-আসা।
স্তব্ধতাটুকু ঘিরে ধরে সেই
স্পষ্ট ভাষার উচ্চারণে,
মাথার পেছনে অস্ত্রের ডাঁট
আসলো না জানি কোন কারণে।
চুপ করে থাকি, মুখ চেপে রাখি
আমি যে বড় প্রাণভয়ে ভীত,
'ভাষাটা আমার, প্রতিবাদ নয়'
জেনে হলাম আমি বড় স্তম্ভিত।
ভাষার মাসে সকলেই গায়
'বাংলাকে ভালোবাসি নিশ্চয়'
বাংলাটা শুধু রাষ্ট্রভাষাই
এর বেশি তো আর কিছু নয়।
Post a Comment