স্তব্ধীভূত মুহূর্ত সব দুমড়েমুচড়ে যাক,
ধরার ঘূর্ণিপাক;
আহ্নিক আর বার্ষিক যত গতি আছে তার মাঝে,
চঞ্চলতা পাক।
চলছে চলুক, থামছে থামুক, জীবনের এই চাকা,
সকলের ভালো থাকা;
কুলুপ এঁটে মুখের মাঝে সয়ে যেন যায় সবে,
পথ সবই আঁকাবাঁকা।
কাঁদুক সবে,
হাসবে তবে,
কষ্ট বাদেই স্বস্তি;
জরা-দুখ সব,
করিয়ে প্রসব,
সবে মিলে হবে দোস্তি।

Post a Comment

Previous Post Next Post