হাপিত্যেশ, সমপ্রাণে সহজাত আচরণ
গুচ্ছস্তবকে তাই লিখে যাব আমরণ।
কিম্ভুতকিমাকার ঘটনাগুলো সব
করে যায় বনের পাখির মত কলরব।
কঠিন, জটিল আর অবোধ্য যত পদ
ফিকে হয়ে ধিকে লেগে শূন্য এ জনপদ।
অর্থহীন অবোধগম্যতা ঠেকে আসে
মাথার ভেতরে তাই বোধটা যে শুধু হাসে।
মাথার উপর দিয়ে চলে যায় কবিতাবলি
কবিতা বাদ, আজ তাই সহজাত গদ্যেই চলি।
গিঁট পড়ে গাঁট ভেদে গুড বয় সেজে
তাচ্ছিল্যের শিস দেয়, সে আবার কে যে?
শব্দময় পরিবেশে শব্দেরা করে খেলা
'অবহেলা' না লিখে ছুঁড়লাম মাটিরই ঢেলা।
ঝিকমিক জোনাকিরা মৃত হয়ে ভাসে
জলে নয়, মানুষের মননে, ক্যানভাসে।
আজ শুধু বোধহীন, অগভীর পঙক্তিই বেরিয়ে বেরিয়ে শুধু আসছে যে হাত বেয়ে,
রাত্রি ঘনিয়ে রাত্রিজাগরণ সে তো শেষ হবে, আমি আছি প্রভাতের দিকে চেয়ে।
গুচ্ছস্তবকে তাই লিখে যাব আমরণ।
কিম্ভুতকিমাকার ঘটনাগুলো সব
করে যায় বনের পাখির মত কলরব।
কঠিন, জটিল আর অবোধ্য যত পদ
ফিকে হয়ে ধিকে লেগে শূন্য এ জনপদ।
অর্থহীন অবোধগম্যতা ঠেকে আসে
মাথার ভেতরে তাই বোধটা যে শুধু হাসে।
মাথার উপর দিয়ে চলে যায় কবিতাবলি
কবিতা বাদ, আজ তাই সহজাত গদ্যেই চলি।
গিঁট পড়ে গাঁট ভেদে গুড বয় সেজে
তাচ্ছিল্যের শিস দেয়, সে আবার কে যে?
শব্দময় পরিবেশে শব্দেরা করে খেলা
'অবহেলা' না লিখে ছুঁড়লাম মাটিরই ঢেলা।
ঝিকমিক জোনাকিরা মৃত হয়ে ভাসে
জলে নয়, মানুষের মননে, ক্যানভাসে।
আজ শুধু বোধহীন, অগভীর পঙক্তিই বেরিয়ে বেরিয়ে শুধু আসছে যে হাত বেয়ে,
রাত্রি ঘনিয়ে রাত্রিজাগরণ সে তো শেষ হবে, আমি আছি প্রভাতের দিকে চেয়ে।
Post a Comment