একটুকু শ্রান্তিতে মন গেল ভরে,
যেন সূর্যোদয় দেখা কোনো এক ভোরে।
হাপিত্যেশে মনপ্রাণ ছিল কালো,
ছিল সে বিষণ্ণ, আজ হয়ে গেল ভালো।
.
কথার পিঠে ছিল কথা
মাসখানেকের সারকথা,
শুকনো গাত্রে, তবে আর্দ্র জিভে
বলে গেছি, কমলো এ ব্যথা।
.
কথার ছড়াছড়ি,
হাসির কাড়াকাড়ি,
রসিক বাড়াবাড়ি,
বসে বন্ধুরই বাড়ি।
.
কীসের আর হিসেবনিকেশে,
ডুবে যাব বারেবারে কষে,
শুধু কথার ফুলঝুরি ছড়িয়েই
হেসেছি আজব অভিলাষে।
.
লাল জিভে থাকা লালচে লালসা,
গলায় সে খুব এনে দিল পিপাসা,
পানি গিলে, কেক খেয়ে, তৃপ্তি পেয়ে,
কথায় ফিরে গেলাম, শুরু হলো হাসা।
.
কাল শুধু ছিলাম এক অনলে,
কিছু সুবিধাবাদীরই দখলে,
খাটিয়েছে, ছিলাম বড় ধকলে,
'ভালোবাসা' বাড়ছিল নকলে।
.
আজ আমি ওই বিহঙ্গেরই সাথী,
আজ সব গোছাবো, নিয়ে সব নথি।
পাখা দু'টো ভাজ করে পেছনে গুঁটিয়ে,
আমি শুধু উড়ে যাব, সামনে তাকিয়ে।
.
এক বাটি ভালোবাসা সঙ্গে নিয়ে,
বুঝাচ্ছিলাম তাকে ইনিয়েবিনিয়ে,
একটি একটি করে নিল ছিনিয়ে,
অভিমান করেছিল যেন কী নিয়ে?
.
মনে আসছিল না, তবু চাইলাম ক্ষমা,
বুঝালাম তাকে, দিয়ে শত উপমা।
বুঝে নিয়ে ক্ষমাশীল হয়ে গেল সে,
আমরা দু'জনে মেতে ওঠলাম হেসে।
.
কফি ছিল নাস্তায়, চায়ের বদলে,
ভূমিকা আমারও ছিল রদবদলে,
কফি খেলে আমার আবার মাথাটা খোলে,
ধরে যাওয়া মাথাটুকু তার 'মাথা' তোলে।
.
উৎসাহ লুটলাম
সাথে নাস্তাটুকুও,
ন'টায় ছুটলাম
নিয়ে বিদায়টুকুও।
.
তৃপ্তির আবেশে কেটে গেল সময়
সময়-অসময়, ফুরালো সঞ্চয়,
সঞ্চয় করে নিয়ে রাতটুকু কাটিয়ে
ভোরকে পেলেই দেব সকলকে দেখিয়ে।
যেন সূর্যোদয় দেখা কোনো এক ভোরে।
হাপিত্যেশে মনপ্রাণ ছিল কালো,
ছিল সে বিষণ্ণ, আজ হয়ে গেল ভালো।
.
কথার পিঠে ছিল কথা
মাসখানেকের সারকথা,
শুকনো গাত্রে, তবে আর্দ্র জিভে
বলে গেছি, কমলো এ ব্যথা।
.
কথার ছড়াছড়ি,
হাসির কাড়াকাড়ি,
রসিক বাড়াবাড়ি,
বসে বন্ধুরই বাড়ি।
.
কীসের আর হিসেবনিকেশে,
ডুবে যাব বারেবারে কষে,
শুধু কথার ফুলঝুরি ছড়িয়েই
হেসেছি আজব অভিলাষে।
.
লাল জিভে থাকা লালচে লালসা,
গলায় সে খুব এনে দিল পিপাসা,
পানি গিলে, কেক খেয়ে, তৃপ্তি পেয়ে,
কথায় ফিরে গেলাম, শুরু হলো হাসা।
.
কাল শুধু ছিলাম এক অনলে,
কিছু সুবিধাবাদীরই দখলে,
খাটিয়েছে, ছিলাম বড় ধকলে,
'ভালোবাসা' বাড়ছিল নকলে।
.
আজ আমি ওই বিহঙ্গেরই সাথী,
আজ সব গোছাবো, নিয়ে সব নথি।
পাখা দু'টো ভাজ করে পেছনে গুঁটিয়ে,
আমি শুধু উড়ে যাব, সামনে তাকিয়ে।
.
এক বাটি ভালোবাসা সঙ্গে নিয়ে,
বুঝাচ্ছিলাম তাকে ইনিয়েবিনিয়ে,
একটি একটি করে নিল ছিনিয়ে,
অভিমান করেছিল যেন কী নিয়ে?
.
মনে আসছিল না, তবু চাইলাম ক্ষমা,
বুঝালাম তাকে, দিয়ে শত উপমা।
বুঝে নিয়ে ক্ষমাশীল হয়ে গেল সে,
আমরা দু'জনে মেতে ওঠলাম হেসে।
.
কফি ছিল নাস্তায়, চায়ের বদলে,
ভূমিকা আমারও ছিল রদবদলে,
কফি খেলে আমার আবার মাথাটা খোলে,
ধরে যাওয়া মাথাটুকু তার 'মাথা' তোলে।
.
উৎসাহ লুটলাম
সাথে নাস্তাটুকুও,
ন'টায় ছুটলাম
নিয়ে বিদায়টুকুও।
.
তৃপ্তির আবেশে কেটে গেল সময়
সময়-অসময়, ফুরালো সঞ্চয়,
সঞ্চয় করে নিয়ে রাতটুকু কাটিয়ে
ভোরকে পেলেই দেব সকলকে দেখিয়ে।
Post a Comment