ঝামেলাপূর্ণ অবহেলা সব
দুমড়েমুচড়ে গেল,
কঙ্কালসার চিন্তাভাবনা
সুস্থতা ফিরে পেল।
হাজারও কাজেরও মাঝপথ দিয়ে
পথচলা হত একা,
দীঘল রেশমি কালো চুল বাদে
ধুলোবালি হত দেখা।
ঝুঁকেছিলাম এক গর্ত আঁধারে,
চাপা ব্যথা ছিল বুকেরই মাঝারে।
পাঠক, কিংবা কাব্যপ্রেমী, জানিয়ে রাখি তোমায়
বেদনা সেসব প্রেমের নয়, ভুলেছি সব ক্ষমায়।
দুমড়েমুচড়ে গেল,
কঙ্কালসার চিন্তাভাবনা
সুস্থতা ফিরে পেল।
হাজারও কাজেরও মাঝপথ দিয়ে
পথচলা হত একা,
দীঘল রেশমি কালো চুল বাদে
ধুলোবালি হত দেখা।
ঝুঁকেছিলাম এক গর্ত আঁধারে,
চাপা ব্যথা ছিল বুকেরই মাঝারে।
পাঠক, কিংবা কাব্যপ্রেমী, জানিয়ে রাখি তোমায়
বেদনা সেসব প্রেমের নয়, ভুলেছি সব ক্ষমায়।
Post a Comment