মরুভূমির তপ্ত বালুর ঝাঁজ যেন,
এক ফোঁটা বৃষ্টির জন্য হাহাকার করা,
তেমনি কিছু মানুষ হাজার কষ্ট বুকে নিয়ে,
ধরতে চায় সুখের পায়রা।
সে ছেলেটি সে মানুষদের দলে।

তীর্থের কাকের মত অধীর আগ্রহে,
দু'চোখ ভরা স্বপ্ন নিয়ে,
দু'হাত মেলে প্রতীক্ষায়,
একমুঠো সুখ যদি সে পায়;
ছড়িয়ে দেবে আপনজনের মাঝে,
মুঠোভর্তি সুখ,
অপার মায়ায়।

এই ধরণী তাকে কী দিলো?
ছোট্ট এই জীবনে সে কীইবা পেল!
তা নিয়ে ভাবনা নেই বিন্দুমাত্র।
জীবনযুদ্ধে অভিজ্ঞ সৈনিকের মত,
লড়ে যাচ্ছে সে অবিরত।
কোনো বাঁধাই আজ তাকে
করতে পারবে না রোধ,
ভাঙবে, তবু মচকাবে না সে
যতই আসুক বাঁধা-বিপদ।

[আমাকে উৎসর্গ করে এক বড় বোনের লেখা]





Post a Comment

Previous Post Next Post