দূর দিকে ওই তাকিয়ে তাকিয়ে
বর্তমানকে ফুলিয়ে ফাপিয়ে,
জনপূর্ণ শূন্যে দাঁড়িয়ে,
আমি এক অসহায়;
কাঁদতে শিখিনি, কাঁদতে জানি না,
সকলের মত আছেই বেদনা,
করে যাই তার ব্যর্থ রচনা,
আমি এক নিরুপায়।

চাকার কোণেতে, চাকার উপরে,
জেদী মরিচা প্রতিদিনই পড়ে,
আসে না সেসব কোনো উপকারে,
করে যায় শুধু ক্ষয়;
সুর সুরাসুর সুবন্ধুগুলো
বলছে, "সেগুলো তাড়াতাড়ি তুলো,
খুব ভয়াবহ মরিচা, সেগুলো
উপড়ে ফেলতে হয়!"

শিথিল হচ্ছে মিলবন্ধন,
বেড়েই চলেছে নিশিক্রন্দন,
করবে যে কে কার বন্দন,
সমস্যা সব গৌণ;
বিষণ্ণতায় নেই কোনো গতি,
কোনো লাভ নেই, আছে শুধু ক্ষতি,
হবো না কভুও কারো কাছে নতি,
থাকবো সবাই মৌন।

বাড়বে ঘটনা, বাড়বে উপমা,
দাঁড়ি, কোলন আর ক্ষুদ্র সে কমা,
করে নিয়ে সব একত্রে জমা,
লিখবো আমার ভাবনা;
সময় ফুরোবে, কলম ঘুরবে,
কেউ জন্মাবে, শতেক মরবে,
তবুও যে জানি বিপদে লড়বে,
আমাদের শত কান্না!

Post a Comment

Previous Post Next Post