খালিদ, তুই কী জানিস,
কী করুণভাবে আমি আমার অহমিকায় আসক্ত হয়ে পড়েছি?
আমি ও আমরা, অসুস্থ হয়ে পড়েছি জাগতিক পাশবিকতায়,
নিজের মাঝের বিশ্বাসের পরিধি মাপতে তাই ভয় হয়।

খালিদ, তুই তো জানিস,
কবিতায় কবি কষ্টের সান্ত্বনা খোঁজে,
অমলের মত তুইও তো কবিতা লিখেছিস,
অমলেরই মত তোর কবিতা কোথাও নেয়নিরে।
সেই অবমূল্যায়নের কষ্টও তুই লুকিয়েছিস
আরেক কবিতায়, নতুন ছন্দে।

খালিদ, তুই তো বুঝিস,
তোকে উপহার দেয়া আমার প্রতিটা বাঁকা আচরণে
আমি নিজেই কতটা কষ্ট পেয়েছি রাতশেষে।
ঘুমুতে যাওয়ার আগে শুধু অনুশোচনায় দগ্ধ হতাম,
আর মনে পড়ত তোর বিনীত মুখটা,
একটা কথারও বাঁকা জবাব তুই দিসনি।

খালিদ, তুই তো কবি,
আমার জন্যে একটা কবিতা লিখে দিবি তো?
কথা দিলাম, এবার আর সেই কবিতা নিজের নামে চালিয়ে দিব না!
অনেক অবিচার করেছি তোর উপর,
যেমনটা করেছি আরো সাতজনের সাথেও।

খালিদ, যদি ফিরে আসা সম্ভব হত তোর,
তবে বলতাম,
অন্তত একটি দিনের জন্যে হলেও যেন তোকে আবার জীবিত করে তোলা হয়,
তাহলে তোর হাতটা ধরে সকল অহমিকা ও অবিচারের প্রায়শ্চিত্ত করে নিতামরে।

Ocean, Sunset, Person, Silhouette, Freedom, Seo, Beach

Post a Comment

Previous Post Next Post